বাখমুত থেকে ইউক্রেনীয় সেনাদের বের হতে দিচ্ছে না রুশ সেনারা
অনলাইন ডেস্ক
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের আজ ছিল ৪১৪ তম দিন। এই মুহূর্তে যে স্থানে রুশ-ইউক্রেনীয় সেনাদের মধ্যে তীব্র যুদ্ধ চলছে সেটা বাখমুত।
মস্কো জানিয়েছে, রুশ সেনারা ইউক্রেনের সেনাদের বাখমুতে ঢুকতে কিংবা বের হওয়ার পথ অবরোধ করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আক্রমণ পরিচালনাকারী সেনাদের অগ্রসর হতে বিমান সেনারা সহায়তা করছে। অ্যাসাল্ট সেনারা ইউক্রেনের রিজার্ভ সেনাদের শহরে প্রবেশের পথ অবরুদ্ধ করছে এবং শত্রুদের সম্ভাব্য পিছু হটার পথও বন্ধ করছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, শহরের কেন্দ্রস্থল থেকে ইউক্রেনীয় সেনাদের তাড়াতে ওয়াগনার আক্রমণকারী ইউনিট (অ্যাসাল্ট ইউনিট) ব্যাপক কম্ব্যাট অভিযান অব্যাহত রেখেছে।
এক বিবৃতিতে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, রুশ সেনারা বাখমুক ঘিরে ফেলেছে এ কথা বলার মতো সময় এখনো হয়নি।
বিবৃতিতে রুশ ভাড়াটে সেনা দলের এই প্রধান বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী রিজার্ভ সেনাদের সামনে নিয়ে আসছে, তাদেরকে শহরের ভেতরে পাঠাচ্ছে। সেখানে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে সুতরাং বাখমুত ঘিরে ফেলা হয়েছে বলার সময় এখনও আসেনি। সূত্র: আল জাজিরা