বাজুসের নারায়ণগঞ্জের নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) নারায়ণগঞ্জ জেলার নব-নির্বাচিত ২০২৩-২০২৫ বছরের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টায় শহরের বঙ্গবন্ধু সড়কের স্থানীয় ফুড ফ্যান্টাসি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির নব-নির্বাচিত সভাপতি হানিফ উদ্দিন সেলিম। এ সময় নবনির্বাচিত ২৭ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা, নারায়ণগঞ্জ জেলার পাঁচ থানার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

সভায় নারায়ণগঞ্জ জেলার নির্বাচন বোর্ডের সদস্য মো. রহমত উল্লাহ ফারুক, সদস্য আসাদুজ্জামান আসাদ, আপিল বোর্ডের সদস্য গোলাম মহিউদ্দিন, সদস্য নাসির উদ্দিন নতুন কমিটির সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। পরে নবনির্বাচিত সদস্যরা তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন।
নবনির্বাচিত সভাপতি সব কার্যকরী পরিষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং তিনি আশা ব্যক্ত করেন বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর মহোদয়ের সঙ্গে নতুন কমিটি নিয়ে সাক্ষাৎ করে তার সময় মতো তার উপস্থিতিতে নারায়ণগঞ্জ জেলায় একটি জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠান আয়োজন করতে চান।

সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মনির হোসেন খান, সহ-সভাপতি শহিদুল্লাহ, সাত্তার খন্দকার, আমির হোসেন, সহ-সাধারণ সম্পাদক অভিজিৎ রায় ও ফারুকুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বাজুস সভাপতি ওমর ফারুক রানা, সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্ৰ দে, সাংগঠনিক সম্পাদক মো. নেসার উদ্দিন ও কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights