বান্দরবানে চোরাই মালামালসহ নারী গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলায় অস্ত্র ও চোরাই মালামালসহ বেবি আকতার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে লামা থানা পুলিশ। সোমবার সকালে লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লামা থানার এসআই জামিল আহমদের নেতৃত্বে একটি টিম উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারমারঝিরিতে আসামী নুরুল আমিনের (৩৫) বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নুরুল আমিন পালিয়ে গেলেও তার স্ত্রী বেবি আকতারকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি এক্সপার্ট সাবমারসিবল পাম্প ও কন্ট্রোল বক্সসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

তিনি জানান, অজ্ঞাতনামা আরো কয়েকজন আসামীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights