বান্দরবানে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
বান্দরবান প্রতিনিধি
বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে বান্দরবান শহরে র্যালি বের করে বান্দরবান মৃত্তিকা সংরক্ষণ ও পানি বিভাজিকা কেন্দ্র।
স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগ চত্ত্বর থেকে বের হয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘Soil and Water; a source of life’ ‘মাটি ও পানি; জীবনের উৎস’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বান্দরবান জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক এসএম মনজুরুল হক এবং বান্দরবান মৃত্তিকা সংরক্ষণ ও পানি বিভাজিকা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুবুল ইসলাম অন্যান্যের মধ্যে বক্তব্য দেন।