বার্লিনে কূটনীতিকদের সংবর্ধনা দিল বাংলাদেশ দূতাবাস

বিটু বড়ুয়া, জার্মানি :

জার্মানির স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় বাংলাদেশের স্বাধীনতা, জাতীয় দিবস ও বৈশাখ উপলক্ষে বার্লিনের বাংলাদেশ দূতাবাস দেশটিতে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বিশেষ সংবর্ধনা সভার আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে বর্তমানের বাংলাদেশের অগ্রগতি-উন্নয়ন ও বন্ধু রাষ্ট্র হিসেবে জার্মানির ভূমিকা আমন্ত্রিত অতিথিদের কাছে উপস্থাপন করেন রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

দূতাবাসের মিনিস্টার জাবেদ ইকবালের পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও আফগানিস্তানের ইন্দো প্যাসিফিক পলিসির পরিচালক ও রাষ্ট্রদূত এরিক কুর্জভাইল। তার বক্তব্যে জার্মানি ও বাংলাদেশের মধ্যকার চলমান সম্পর্কের নানা বিষয় ছাড়াও বাংলাদেশর অগ্রগতি, অর্জন সবার সামনে তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে আমাদের সম্পর্ক আরো মজবুত হবে। বিশেষ করে এটা লক্ষ্যণীয় যে বাংলাদেশ আগের সময়ের চাইতে বেশ দ্রুত উন্নতি করছে। তবুও অনেক ক্ষেত্রে আমরা দুই দেশ আন্তর্জাতিক নানা বিষয়ে আরো জোরালো ভূমিকা রাখতে পারি। আর দ্বিপাক্ষিক সব কিছুতেই বাংলাদেশের পাশে জার্মানি থাকবে বলে আমাদের প্রত্যাশা।

এসময় সংবর্ধনা সভায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, সাংবাদিক ও ব্যবসায়ীসহ বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও কমিউনিটির নেতৃবৃন্দ, সংস্কৃতিকর্মীসহ নানা স্তরের প্রবাসীরা অংশগ্রহণ করেন। এরপর সাংস্কৃতিক পর্বে নৃত্য ও বৈশাখের গান পরিবেশন করেন প্রবাসী নৃত্যশিল্পী অদিতি গুপ্ত ও টুপুর। পরে আমন্ত্রিত অতিথিদের পরিবেশন করা হয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কেক ও ঐতিহ্যবাহী বাংলাদেশের খাবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights