বালুর নিচে চিনির খনি!

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরের সবচেয়ে বড় পাইকারি আড়ত কালিঘাট থেকে চিনি বোঝাই একটি ট্রাক আটক করেছে পুলিশ। ট্রাকের চিনির বস্তা বোঝাই করে উপরে বালু দিয়ে চাপা দিয়ে রেখেছিল চোরাকারবারীরা। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়নি। পুলিশের চোখ ফাঁকি দিতে না পারায় জব্দ হয়েছে ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চালান।

গত বৃহস্পতিবার কালিঘাটের শাহচট্ট রোডের বাণিজ্য ভবনের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, একটি ড্রাম ট্রাকের ভেতর চিনির বস্তা রেখে চোরাকারবারীরা উপরে বালু চাপা দেয়। এরপর ত্রিপল দিয়ে ট্রাকটি ঢেকে দেয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ট্রাকের ভেতর থেকে ৮৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
মোহাম্মদ সাইফুল ইসলাম আরও জানান, অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন চোরাকারবারী পালিয়ে যায়। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights