বিএনপির মুখে দুর্নীতির অভিযোগ মানায় না : হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, দুর্নীতি সব দেশেই আছে। এখানে যে নেই, তা বলবো না। তবে বিএনপির মুখে অন্য কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মানায় না। কারণ তাদের আমলে পরপর পাঁচবার দুর্নীতিতে ১ নম্বর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ।

রবিবার দুপুরে কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী আড্ডা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে হানিফ বলেন, আন্তর্জাতিক বাজার অস্থিতিশীল। এর ঢেউ এখানেও আছে। অসাধু ব্যবসায়ীরা সুযোগ পেলেই বাজার অস্থির করে ফেলে। তবে সরকার এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিচ্ছে।
সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, ব্যবসায়ীরা রাজনীতি করতে পারেন, এতে কোনো বাধা নেই। ব্যবসায়ী হলেই যে সিন্ডিকেটে যুক্ত থাকবেন, এমন অভিযোগ সঠিক নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights