‘বিএনপির ১৭ বছর রাজপথে আন্দোলন করেছে গণতন্ত্র, ভোটের অধিকার আদায়ের জন্য’

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, বিএনপির ১৭ বছর রাজপথে আন্দোলন করেছে গণতন্ত্র, ভোটের অধিকার আদায়ের জন্য। আন্দোলন করতে গিয়ে লাখ লাখ বিএনপির নেতাকর্মীরা মামলা হামলা, গুম, খুনের শিকার হয়েছে। শেখ হাসিনা ও তার দোসরদের জায়াগা বাংলাদেশে হবে না। আগস্ট বিপ্লবে যে সমস্ত ছাত্র-জনতা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। নতুন বাংলাদেশে মুক্ত স্বাধীন ভাবে কথা বলতে পারছি। শাজাহানপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর মামলা হামলা দিয়ে নির্যাতন করেছে আওয়ামীলীগ, যুবলীগের সন্ত্রাসীরা। সে সন্ত্রাসীরা এখনো ষড়াযন্ত্র করছে।

আজ বিকালে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ এর পরিচালনায় কর্মী সমাবেশে অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক এমপি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, মাহবুব রহমান হারেজ, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম, কেএম খায়রুল বাসার,যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, জেলা মহিলাদলের সম্পাদক নাজমা আকতার, শাজাহাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহিন সানি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights