বিএনপি হাসিনার মতো আয়নাঘর বানাবে না : জয়নুল আবদিন

অনলাইন ডেস্ক
বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপি শেখ হাসিনার মতো দেশে আয়নাঘর তৈরি করবে না।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ৭ জানুয়ারি ফেলানী হত্যা দিবসে আগ্রাসনবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, অবিলম্বে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি করে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সংস্কারও চলবে, নির্বাচনের তফসিলও চলবে।

ভারতের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করুন। আপনারা যে গণতন্ত্র বিশ্বাস করেন, সেটি প্রমাণ করুন।
শেখ হাসিনার প্রেতাত্মারা নানা ষড়যন্ত্র শুরু করেছে। তারা দেশে বসে বসে শেখ হাসিনার গুণগান গাচ্ছে। দেশের মানুষকে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে যে, শেখ হাসিনার প্রেতাত্মারা আর কখনো বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। তাই আজকে হাসিনার প্রেতাত্মাদের সব পদ থেকে বিতাড়িত করতে হবে। তাদের পদচ্যুত করতে হবে।

এই বিএনপি নেতা বলেন, সরকারকে অনুরোধ জানাব, দেরি করবেন না। দেরি করলেই এমন অনেক ক্ষতি হয়ে যাবে। ষড়যন্ত্র পিছু লেগে আছে। অনতিবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করুন। আমার নেতা তারেক রহমান বলেছেন, আন্দোলনরত সব দল নির্বাচনে অংশগ্রহণ করব। যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না, যে নির্বাচন ১৯৯১ সালের সততার মতো আলোচিত হবে।

সমাবেশে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you like about this page?

0 / 400

Verified by MonsterInsights