বিভাগীয় পর্যায়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

রাজশাহীতে জেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম এর আয়োজনে এবং বাংলাদেশস্থ সুইজারল্যন্ড দূতাবাস ও হেকস এর সহযোগিতায় সমতলের প্রান্তিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা ও অধিকার সহজলভ্য করার
জন্য বিভাগীয় পর্যায়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর ২০২৪ বুধবার সকাল ১১:০০ টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অধিপরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আলমগীর রহমান, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেকস এর পার্টনারশীপ ম্যানেজার এন্ড সিনিয়র প্রোগ্রাম এডভাইজার সাইবুননেসা।

সভায় স্বাগত বক্তব্য রাখেন হেকস এর কান্ট্রি ডিরেক্টর ডোরা চৌধুরী। এছাড়া উন্মুক্ত আলোচনায় ডাসকো ফাউন্ডেশনের সিইও মো: আকরামুল হক, রাজশাহী বিম্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষক ড. মো: হাবিবুর রহমান, দেশি-বিদেশী এনজিও এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ অংশ নেন। সভায় বক্তারা প্রান্তিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা ও অধিকার সহজলভ্য করার বিষয়ে বেশ কিছু পরামর্শ তুলে ধরেন এবং তা বাস্তবায়নের উপর জোর দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights