বিমানবন্দর এলাকায় তীব্র যানজট
অনলাইন ডেস্ক
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সকাল থেকে তীব্র যানজট দেখা গেছে। মূলত ইজতেমার কারণে মধ্যরাত থেকে সৃষ্টি হওয়া যানজট বিমানবন্দর এবং আশেপাশের সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়েছে।
যানজটের কারণে গন্তব্যে যেতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগছে। অনেককে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে। ঘণ্টা পর ঘণ্টা গাড়িতে বসে থেকে বহু যাত্রী হেঁটে গন্তব্যের দিকে রওনা হয়েছেন।
উত্তরা ট্রাফিক বিভাগের উত্তরা পূর্বজোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রফিকুল ইসলাম জানান, দেশের বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ এসে তুরাগ পাড়ে জড়ো হচ্ছেন বিশ্ব ইজতেমা উপলক্ষে। বুধবার থেকে মানুষ আসা শুরু করেছেন। ফলে হাজার হাজার মানুষের চাপে উত্তরা থেকে টঙ্গী এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে।