বিমানে দুর্নীতি আছে কিনা আগে দেখতে হবে : ফারুক খান

অনলাইন ডেস্ক

বিমানে দুর্নীতি আছে কিনা সেটি আগে দেখতে হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান। তিনি বলেন, ‘আমি আগেও এই মন্ত্রণালয়ে ছিলাম। সুতরাং এখানকার কর্মকাণ্ড সম্পর্কে আমি জানি। সেই অভিজ্ঞতার আলোকে যে কাজগুলো চলছে সেগুলো যাতে দ্রুত শেষ হয় সেদিকটা দেখবো।’

রবিবার বেলা ১১টায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পরিষেবাসহ অন্যান্য বিষয়ে কথা বলতে গিয়ে ফারুক খান আরও বলেন, ‘যাত্রী সেবা, লাগেজ হ্যান্ডেলিং কীভাবে আরো উন্নতি করা যায় এবং কীভাবে আরো নতুন নতুন ডেস্টিনেশনে বিমান যেতে পারে সেগুলো দেখার চেষ্টা করবো। পর্যটন খাতে আমাদের অপার সম্ভাবনা আছে। কীভাবে সেই সম্ভাবনা নিয়ে কাজ করা যায় সেগুলো দেখবো।’

কোনো কর্মপরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের কর্মপরিকল্পনায় কোনো মন্ত্রণালয় কি করবে সেটি বলা আছে, সেই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবো। এর বাইরে বিভিন্ন সময় যে বিষয়গুলো আলোচনায় আসবে সেগুলো করবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights