বিল থেকে বস্তাবন্দী মানুষের কঙ্কাল উদ্ধার
অনলাইন ডেস্ক
নরসিংদীর মনোহরদীতে একটি বিল থেকে বস্তাবন্দী মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার চরমান্দালিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন নালী বিল থেকে কঙ্কাল উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে নালী বিলে প্লাস্টিকের বস্তাবন্দী মানুষের কঙ্কাল দেখতে পেয়ে তারা মনোহরদী থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, ‘কঙ্কালের হাত-পা, মাথা বিচ্ছিন্ন ছিল। এটি নারী না পুরুষের কঙ্কাল তা বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে কঙ্কালটি অনেক দিন আগের। মরদেহের শরীরে কোনো মাংস নেই। গন্ধও ছিল না।’
তিনি আরও বলেন, ‘কঙ্কালটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে। কঙ্কাল দেখে পরিচয় শনাক্ত করার উপায় নেই। তবে পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হবে। পরে যে কেউ ডিএনএ মিলিয়ে এটি নিতে পারবে।’