বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় আলিয়া

অনলাইন ডেস্ক

২০২৩ সালে ‘হার্ট অব স্টোন’ সিনেমার সুবাদে বলিউডে ‘নেপোকিড’ তকমা পাওয়া আলিয়া ভাট হলিউডেও জায়গা করে নিয়েছেন। এবার তার সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। টাইমস ম্যাগাজিনে ২০২৪ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী মানুষের তালিকায় নাম উঠেছে আলিয়া ভাটের।

চলতি বছর বলিউড থেকে একমাত্র তারই নাম রয়েছে এই তালিকায়। ব্রিটিশ লেখক তথা পরিচালক টম হার্পার কাপুরবধূর প্রশংসায় পঞ্চমুখ। কাজে আলিয়ার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দেখে মুগ্ধ তিনি।

টম হার্পার লিখেছেন, ‘হার্ট অফ স্টোন’-এর সুবাদে আলিয়ার সঙ্গে পরিচয়। ওটাই ওর ইংরেজি সিনেমায় হাতেখড়ি। জনপ্রিয় হওয়া সত্ত্বেও মাটিতে পা রেখে চলা একজন মজার মানুষ। ওর কাজের একটা ধরন রয়েছে। ভীষণ মনোযোগী। চরিত্রের প্রয়োজনে যেকোনো ধরনের ঝুঁকি নিতে কুণ্ঠাবোধ করেন না আলিয়া। ও প্রকৃত অর্থে আন্তর্জাতিক মানের তারকা।
স্বামী রণবীর কাপুরের হাতে একগুচ্ছ প্রজেক্ট থাকলেও বর্তমানে তার থেকেও যে বেশি চর্চিত আলিয়া। অন্যদিকে ভারতীয় বংশোদ্ভূত দেব প্যাটেলের নামও রয়েছে টাইমসের নিরিখে বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights