বিসিএসে বয়স বৃদ্ধিতে এক সপ্তাহের আল্টিমেটাম চিকিৎসকদের

বিসিএস আবেদনে বয়স বৃদ্ধির দাবিতে সরকারকে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন চিকিৎসকরা। সাধারণ শিক্ষার্থীদের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৩২ করা হলেও চিকিৎসকদের আবেদনে পূর্বের বয়সসীমাই রয়ে গেছে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ৩৪ করার ঘোষণা হলেও এখনও প্রজ্ঞাপন জারি হয়নি। এ অবস্থায় বিসিএসে আবেদনের ক্ষেত্রে আগামী এক সপ্তাহের মধ্যে এই বৈষম্য নিরসন করা না হলে কর্মবিরতিসহ চিকিৎসকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।

সোমবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস অব বাংলাদেশের (ইউমব) আয়োজিত সংবাদ সম্মেলনে চিকিৎসকরা এ আলটিমেটাম দেন।

ইউমব সভাপতি ডা. মাহফুজুল হক চৌধুরী বলেন, গত দেড় বছরে আমরা বারবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছি, জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়েছি। সবাই শুধু আমাদের আশ্বাস দিয়েছে আর বলেছে আমাদের দাবি যৌক্তিক। কিন্তু আমাদের দাবি মানার বিষয়ে কারও কোনো পদক্ষেপ আমরা দেখিনি।

আল্টিমেটাম দিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে আমরা দেখছি যে, কোনো দাবিই আন্দোলন ছাড়া মানা হচ্ছে না। ভাতা বৃদ্ধির বিষয়েও চূড়ান্ত আন্দোলনের পর দাবি মানা হয়েছে। কিন্তু চিকিৎসকদের কাজ তো আন্দোলন করা নয়। যে কারণে আমরাও কোনো আন্দোলনে যেতে চাচ্ছিলাম না। কিন্তু আগামী এক সপ্তাহের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি করা না হয়, তাহলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো।

তিনি বলেন, আমাদের দাবি নিয়ে ভুল বুঝবেন না। আমরা বয়স ৩৪ করার দাবি করছি না। আমরা চাই আমাদের সঙ্গে যেন বৈষম্য না হোক। সরকার চাইলে বয়সসীমা ৩৪ করতে পারে, ৩৫ বা ৩৬ বছরও করতে পারে। আমরা চাই চিকিৎসকদের সঙ্গে যে বৈষম্যটা করা হচ্ছে, সেটি যেন না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights