বুয়েট শিক্ষার্থী লামিশার বাড়িতে শোকের মাতম

ফরিদপুর প্রতিনিধি

ঢাকার বেইলি রোডে ভয়াবহ আগুনে মারা যাওয়া বুয়েটের শিক্ষার্থী লামিশা ইসলামের ফরিদপুরের বাড়িতে চলছে শোকের মাতম।

শুক্রবার বেলা ১১টার দিকে লামিশার লাশ শহরের দক্ষিণ ঝিলটুলীর বাড়িতে এসে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

লামিশার স্বজনেরা লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। লামিশার লাশ দেখতে স্থানীয় প্রতিবেশীরা ভিড় জমান। লামিশার পরিবার সূত্রে জানা গেছে, বাদ জুমা চকবাজার জামে মসজিদে তারা জানাজা হয়েছে। এরপর তাকে আলীপুর কবরস্থানে দাফন করা হয়।
লামিশার চাচা মনিরুল ইসলাম সুমন জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে মগবাজারের পুলিশ কোয়ার্টারের বাসা থেকে বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে যান লামিশা। রাতে আগুন লাগার পর লামিশা তার বাবার মোবাইলে ফোন দিয়ে বলে, তারা আগুনের মধ্যে আটকা পড়েছেন। পরে পরিবারের সদস্যরা যোগাযোগ করেও তাকে ফোনে পায়নি। ভবনের ভেতরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে তিনি মারা যান বলে পরিবার সূত্রে জানা গেছে।

লামিশা ইসলাম বুয়েটের ম্যাকানিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তারা বাবা নাসিরুল ইসলাম শামীম পুলিশের এডিশনাল ডিআইজি পদে কর্মরত রয়েছেন। নাসিরুল ইসলাম শামীমের দুই কন্যার মধ্যে লামিশা ছিলেন বড় সন্তান। লামিশার মা ২০১৫ সালে মারা যান।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights