বেলুচিস্তানে অতর্কিত হামলায় পাকিস্তানের ১৮ সেনা নিহত

অনলাইন ডেস্ক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে অতর্কিত এক সশস্ত্র হামলায় দেশটির আধাসামরিক বাহিনীর ১৮ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার এএফপির বরাতে পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, মানগোচার শহরের কাছে একটি রাস্তা বন্ধ করে ৭০ থেকে ৮০ জন সশস্ত্র সন্ত্রাসী ফ্রন্টিয়ার কর্পসের সেনাদের বহনকারী একটি গাড়িতে হামলা চালায়। ওই হামলায় গাড়িতে থাকা ১৭ জন সেনা নিহত হন। তাদের সহায়তায় এগিয়ে যাওয়া আরও একজন প্রাণ হারান। গুরুতর আহত তিনজন চিকিৎসাধীন রয়েছেন, এবং দুজন কোনোভাবে পালিয়ে বাঁচতে সক্ষম হন।

এ ঘটনায় এখনও কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হামলায় ১৮ সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। আইএসপিআর জানিয়েছে, বেলুচিস্তানে পরিচালিত পাল্টা অভিযানে ২৩ জন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে।

আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশ দীর্ঘদিন ধরেই স্বাধীনতার দাবিতে সরব। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও প্রদেশটি পাকিস্তান সরকারের অবহেলার শিকার বলে স্থানীয়দের দাবি। বেলুচিস্তানে বেশিরভাগ হামলার জন্য দায়ী করা হয় বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) নামের একটি সশস্ত্র গোষ্ঠীকে।

বিএলএর অভিযোগ, চীনসহ বিদেশি প্রতিষ্ঠানগুলো প্রদেশের প্রাকৃতিক সম্পদ লুটপাট করছে। অথচ এখানকার বাসিন্দারা পাকিস্তানের মধ্যে সবচেয়ে দরিদ্র। তারা দাবি করে, এসব সম্পদ বেলুচিস্তানের মানুষকেই বঞ্চিত করছে।

গত নভেম্বর মাসে কোয়েটার রেলস্টেশনে হামলার দায় স্বীকার করেছিল বিএলএ। ওই হামলায় ২৬ জন নিহত হন, যাদের মধ্যে ১৪ জনই সেনা ছিলেন।
বেলুচিস্তানের পাশাপাশি খাইবার পাখতুনখাওয়ায়ও পাকিস্তানি বাহিনী নিয়মিত সন্ত্রাসী হামলার মুখোমুখি হয়। সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সন্ত্রাসী কার্যক্রমে ৩৮৩ জন সেনা ও ৯২৫ জন সশস্ত্র সন্ত্রাসী প্রাণ হারিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights