বোয়ালমারীতে মেগচামী কলেজের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের মেগচামী গ্রামে অবস্থিত মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজ মাঠে, আদর্শ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হাজী বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কো-অপ্ট সদস্য কামাল মাহমুদ লেলিন, প্রতিষ্ঠান প্রধান (ভারপ্রাপ্ত) সরজিৎ চক্রবর্তী ,সাবেক প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম ও সিনিয়র সহকারী শিক্ষক কৃষ্ণ চন্দ্র কুন্ডু ও অর্পূ কুমার সাহা, হাজেরা খাতুন প্রমুখ।
এ সময় গভর্নিং বডির সদস্য, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights