বোয়ালমারীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে রাগিব দেওয়ান দারিদ্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কানাডিয়ান সংস্থা স্লিপিং চিলড্রেন এরাউন্ড দ্যা ওয়ার্ল্ড কর্তৃক ৩৫০ জন শিশু শিক্ষার্থীদের মাঝে ২৬ লাখ টাকার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার রাগিব দেওয়ান দারিদ্র্য কল্যাণ ফাউন্ডেশনের বিলসরাইল মাঠ প্রঙ্গনে বেলা সাড়ে এগারোটায় বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র শিশু শিক্ষার্থীদের মাঝে ২৬টি আইটেমের সামগ্রী বিতরণ করেন।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি কম্পিলিট বেড শিট, কম্বল, মশারি, শীতের সুয়েটার, ওয়াটারপ্রুপ্ট কোট, কান টুপি, শীতের ফুল প্যান্ট, দুটি কোয়াটার প্যান্ট, গেঞ্জি, দুটি লাইফবয় সাবান, একটি ভেসলিন, একজোড়া পঞ্চ স্যান্ডেল, কলম, ৫টি পেনন্সিল, পেনন্সিল কাটার, দুটি বক্স, পানির বোতল, স্কুল ব্যাগ, তোয়ালে ইত্যাদি।
মালামাল বিতরণের সময় উপস্থিত ছিলেন কানাডিয়ান সংস্থা স্লিপিং চিলড্রেন এরাউন্ড দ্যা ওয়ার্ল্ড এর নির্বাহী পরিচালক লিন্জা। অন্যান্যের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন রাগিব দেওয়ান দারিদ্র্য কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. শামসুজ্জামান আকবর, অত্র প্রতিষ্ঠানের পরিচালক মেজর আব্দুল্লাহ আল ইমরান, সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights