ব্যারিস্টার মওদুদ আহমদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ কোম্পানীগঞ্জ ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় রাজধানীর ধানমন্ডি ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও ঢাকাস্থ কোম্পানিগঞ্জ ফোরাম সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মো. শাহ আলম, সাবেক অতিরিক্ত সচিব মাহফুজুল হক, ব্যারিস্টার মওদুদ আহমদের সাবেক ব্যক্তিগত সহকারী মো. নূর উল্যাহ ও বসুরহাট পৌরসভা বিএনপির সহ-সভাপতি শওকত হোসেন সগিরসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের বণার্ঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা ও বিভিন্ন স্মৃতিচারণা করেন।