ভবিষ্যতের ফিলিস্তিন অসামরিক রাষ্ট্র হতে পারে : আল সিসি

অনলাইন ডেস্ক

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্রে একটি অস্থায়ী আন্তর্জাতিক নিরাপত্তা উপস্থিতি থাকতে পারে। এটা ফিলিস্তিন এবং ইসরায়েল উভয়কেই নিশ্চয়তা দিতে পারে।

কায়রোতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু’র সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আল-সিসি বলেন, আমরা বলেছি যে, আমরা এই রাষ্ট্রকে অসামরিকীকরণের জন্য প্রস্তুত। ন্যাটো বাহিনী, জাতিসংঘ বাহিনী বা আরব বা আমেরিকান বাহিনী, যতক্ষণ না আমরা উভয় রাষ্ট্র, নবজাতক ফিলিস্তিনি রাষ্ট্র এবং ইসরায়েলি রাষ্ট্রের নিরাপত্তা অর্জন করতে পারি, ততক্ষণ পর্যন্ত এসব বাহিনীর গ্যারান্টিও থাকতে পারে।

সিসি বলেন, ১৯৬৭ সালের ৪ জুনের সীমান্তের ওপর ভিত্তি করে অধিকৃত পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের একটি রাজনৈতিক প্রস্তাব এখনো নাগালের বাইরে রয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights