ভাঙ্গায় গণপিটুনিতে যুবক নিহত
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামে অটো ছিনতাইয়ের অভিযোগে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সামাদ শেখ (৩৫)। সে শরিফাবাদ গ্রামের নান্টু শেখের ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত দশটার দিকে।
জানা যায়, অটো ছিনতাইয়ের অভিযোগে সামাদ শেখকে এলাকাবাসী গণপিটুনি দিলে তাকে গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে ভর্তি করা হয়। রাত একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে সে মারা যায়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম বলেন, আমি যতটুকু জেনেছি সামাদ শেখ একটি অটো ভাড়া করে ঘুরছিল। রাত দশটার দিকে পথে চালককে নামিয়ে দিয়ে অটো নিয়ে পালানোর অভিযোগে এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। পরে তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিতে নিতে তার মৃত্যু হয়। লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।