ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে তিস্তা পাড়ে মশাল প্রজ্জ্বলন

অনলাইন ডেস্ক

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ, পানির ন্যায্য হিস্যা আদায় এবং মহাপ্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্জ্বলন করেছেন উত্তরাঞ্চলের তিস্তা নদী তীরবর্তী পাঁচ জেলার বাসিন্দারা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ কর্মসূচির দ্বিতীয় দিনে গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রামের ১১টি স্থানে একযোগে এই মশাল প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়।

রংপুর ও লালমনিরহাট জেলার তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চর পয়েন্টে এই মশাল প্রজ্জ্বলন কর্মসূচির উদ্বোধন করেন তিস্তা নদী রক্ষা কমিটির প্রধান সমন্বয়কারী ও বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

এর আগে বাসিন্দারা নদীর হাঁটু পানিতে নেমে প্রতিবাদ ও দাবি জানান। তারা উচ্চকণ্ঠে স্লোগান দেন, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’। নদীর পানিতে নেমে তরুণরা স্লোগান দেন, ‘তিস্তা আমার মা, ভারতের হতে দিব না’; ‘জিয়ার মতো কোদাল ধরো, তিস্তা নদী খনন করো’।

সকালে ১১টি পয়েন্ট থেকে পদযাত্রা শুরু হয়ে নদী পাড়ে এসে শেষ হয়। পদযাত্রা শেষ হওয়ার পর থেকেই পানিতে নেমে প্রতিবাদ জানানোর কর্মসূচি চলে।

তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সোমবার থেকে ৪৮ ঘণ্টার কর্মসূচি শুরু হয়। এদিন তিস্তা নদীবেষ্টিত পাঁচটি জেলার ১১টি স্থানে একসঙ্গে অবস্থান কর্মসূচি পালিত হয়।

বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি নদীপারের হাজারো বাসিন্দা কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights