ভারতের হোটেলে ২৩ লাখ রুপি বাকি, পালালেন আবুধাবি রাজপরিবারের ভুয়া ঘনিষ্ঠ ব্যক্তি
অনলাইন ডেস্ক
নিজেকে পরিচয় করিয়ে দিয়েছিলেন আবুধাবি রাজপরিবারের সদস্য হিসেবে। থেকেছেন ভারতের রাজধানী দিল্লির একটি অভিজাত পাঁচ তারকা হোটেল। চার মাস থেকে ২৩ লাখ রুপি বিল বাকি রেখেই পালিয়েছেন তিনি।
লিলা প্যালেস হোটেল কর্তৃপক্ষ ওই ব্যক্তির খোঁজে অবশেষে দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছে।
২০২২ সালের আগস্ট মাসের ১ তারিখ লিলা প্যালেসে ওঠেন মোহাম্মদ শরিফ নামের ওই ব্যক্তি। থাকেন ৪২৭ নম্বর কক্ষে। ২০ নভেম্বর হোটেল থেকেই উধাও হয়ে যান। হোটেল কর্মীরা দাবি করেছেন, ওই ব্যক্তি হোটেল রুম থেকে কিছু জিনিস চুরি করে নিয়ে গেছে।
হোটেলে ওঠার সময় শরিফ নিজেকে সংযুক্ত আরব আমিরাতে বাসিন্দা হিসেবে পরিচয় দেন এবং আবুধাবির রাজপরিবারের সদস্য শেখ ফালাহ বিন জায়েদ আল নাহিয়ানের ঘনিষ্ঠ বলে জানান।
দাবি করেনে শেখ ফালাহ’র ব্যক্তিগত ব্যবসার দেখাশোনা করতেই তিনি ভারতে এসেছেন। এসময় তিনি একটি ব্যবসায়িক কার্ড, আমিরাতের একটি রেসিডেন্স কার্ড ও অন্যান্য তথ্য-প্রমাণও সরবরাহ করেন।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, চার মাসে তার ৩৫ লাখ রুপি বিল আসে। সাড়ে ১১ লাখ রুপি শোধ করলেও বাকিটা শোধ করেননি।
সূত্র: এনডিটিভি