ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে বেসরকারি চিকিৎসালয় “বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে” দুই মাস আগে কিডনি থেকে পাথর অপসারণের চিকিৎসা দিতে ভুল অপারেশনে হোসেন আলী নামে এক যুবকের মৃত্যু হয়। এই রেশ কাটতে না কাটতে আবারও ভুল সিজারে মরিয়ম খাতুন নামের একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শেরনগর এলাকার বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত মরিয়ম উপজেলার চর জোকনালা এলাকার সুমনের স্ত্রী।

নিহতের স্বামী সুমন জানান, সকালে তার স্ত্রী মরিয়মকে আলট্রাসনোগ্রাম করার জন্য বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ বাচ্চার অবস্থা সুবিধাজনক না বলে আজকের মধ্যেই সিজার করার কথা বলে। পরে দুপুর আড়াইটার দিকে সিজার করাতে নিয়ে যায়। পরে ডা. কমল কান্তি ও বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.কে.এম মোফাখখারুল ইসলাম অপারেশন রুমে গিয়ে সিজার করেন। কিছুক্ষণ পর অপারেশন রুমে গিয়ে দেখা যায় স্ত্রী অজ্ঞান হয়ে আছে। রোগীর জ্ঞান ফিরতে দেরি হবে বলে সটকে পড়েন ডাক্তার ও নার্স।
তিনি আরও জানান, পরে বুঝা যায় তার স্ত্রী মারা গেছেন। ডাক্তারদের ভুল সিজারের কারণেই তার স্ত্রী মারা গেছেন বলে অভিযোগ করছেন তিনি।

এ বিষয়ে কথা বলতে ডা. কমল কান্তির সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.কে.এম মোফাখখারুল ইসলাম জানান, যখন হাসপাতাল থেকে চলে আসি তখন রোগী সুস্থ ছিল। হয়ত পরবর্তীতে স্ট্রোক করে মারা গেছেন।

জেলা সিভিল সার্জন ডা. রাম পদ রায় জানান, বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। ম্যাজিস্ট্রেট নিয়ে গিয়ে হাসপাতালটি সিলগাল করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights