ভূমিকম্পের ৭৯ ঘণ্টা পর তুরস্কে ধ্বংসস্তূপ থেকে দুই বছরের শিশু উদ্ধার: আল জাজিরার রিপোর্ট

অনলাইন ডেস্ক

ধ্বংসস্তূপে আটকে থাকার ৭৯ ঘণ্টা পর ধসে পড়া ভবন থেকে দুই বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। তুরস্কের আইএইচএইচ হিউম্যানিটারিয়ান রিলিফ ফাউন্ডেশনের ফুটেজে দেখা যায়, উদ্ধারকর্মীরা আন্তাকিয়ার ধ্বংসাবশেষের একটি সরুমুখে তাকিয়ে আছেন। এরপর তারা দুই বছরের শিশুকে বের করে আনেন। উদ্ধারকৃত শিশুটি ফুুঁপিয়ে কাঁদছিল।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একজনকর্মী শিশুটিকে নিয়ে যান এবং তাকে স্বাস্থ্যকর্মীদের কাছে হস্তান্তর করেন। পথচারীরা তাদের ফোনে উদ্ধারের চিত্র ধারণ করছিল।

এদিকে তুরস্ক এবং সিরিয়ার কর্তৃপক্ষের মতে, আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৯ হাজার ৭৩৮ জনে দাঁড়িয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, তুরস্কে মৃতের সংখ্যা কমপক্ষে ১৬ হাজার ৫৪৬ জন এবং ৬৬ হাজার ১৩২ জন আহত হয়েছেন। সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights