মনোনয়নপত্র বাতিল হওয়ায় গড়াগড়ি দিয়ে প্রার্থীর কান্নাকাটি

মানিকগঞ্জ প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন বার প্রার্থী হয়ে জামানত হারানো আবদুল আলী বেপারীর সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ খবর শোনার পর তিনি বিলাপ করে কান্নাকাটির পাশাপাশি মেঝেতে গড়াগড়ি করেন।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন তাকে আপিল করার সুযোগ আছে জানালে আস্তে আস্তে তিনি স্বাভাবিক হন।

গতকাল দুপুরে মানিকগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে সংঘটিত ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা যায়, এবার মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মননোয়নপত্র জমা দিয়েছিলেন স্বশিক্ষিত আবদুল আলী বেপারী। তিনি জেলার ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের মৃত কিয়াম উদ্দিন বেপারীর ছেলে।

তিনি বলেন, যতদিন নির্বাচনে জয়লাভ না করবেন ততদিন তিনি নির্বাচন করে যাবেন। তবে মননোয়নপত্র বাতিল হওয়ায় তিনি কিছুটা ভেঙে পড়েন। তারপরও আজীবন নির্বাচনের মাঠে থাকার ইচ্ছা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights