ময়মনসিংহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি:
২০০২ সালে চাঞ্চল্যকর তাসলিমা খাতুন হত্যাকাণ্ডে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও দন্ডপ্রাপ্তদের প্রত্যেককে দশ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। অনাদায়ে আসামিদের আরও এক বছর করে কারাদন্ডের আদেশ দেন আদালত।

বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ দায়রা জজ মো. শাহাদত হোসেন এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- আ. মালেক খান, আ. হাই খান এবং কাইয়ুম খান। তারা সবাই সদর উপজেলার চর আনন্দিপুর গ্রামের বাসিন্দা। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি মো. আব্দুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিরোধপূর্ণ জমিতে ধান কাটাকে কেন্দ্র করে ২০০২ সালের ৮ নভেম্বর আসামিদের হাতে খুন হন তাসলিমা খাতুন। পরে নিহতের চাচা আ. লতিফ বাদি হয়ে কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল হলে র্দীঘ ২১ বছর পর আদালত এই রায় ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights