মানিকগঞ্জে শহীদ বেদীতে ফুল দেয়া নিয়ে সংঘর্ষ, আহত ৬

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে শহীদ বেদীতে ফুল দেওয়াকে কেন্দ্র করে শ্রমিক লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় দলের ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটে। পরে জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ধাওয়া পাল্টা ধাওয়ায় আতঙ্কিত হয়ে অনেকে শহীদ বেদীতে ফুল না দিয়ে চলে যায়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে জেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা শহীদ বেদীতে ফুল দিতে আসেন। আওয়ামী লীগের পক্ষে ফুল দেওয়ার পর শ্রমিক লীগের এক পক্ষের নাম ঘোষণা করলে অন্যপক্ষ বাধা দেয়। পরে উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
প্রত্যক্ষদর্শী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু বলেন, শহীদ বেদিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে শ্রমিক লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এই বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রউফ সরকার জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই বিষয়ে কোন পক্ষ এখন পর্যন্ত অভিযোগ করেনি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম জানান, শ্রমিক লীগের কমিটি নিয়ে বিতর্ক থাকায় এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। পরে জেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights