মালয়েশিয়া কেপং শাখা বিএনপির দোয়া মাহফিল

মালয়েশিয়া প্রতিনিধি :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মালয়েশিয়া কেপং শাখা ।

রবিবার দুপুরে স্থানীয় একটি হলরুমে কেপং শাখা বিএনপির সভাপতি কামাল উদ্দিন রানার সভাপতিত্বে এবং এহতেশামুল হকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন আলমাস এ কাদের ব্যাপারী, নাসির ঢালী, মোহাম্মদ রতন মিঞা।

এসময় আরও উপস্থিত ছিলেন কেপং শাখা বিএনপির উপদেষ্টা মো. মাসুম, বিএনপি নেতা ইসমাইল হোসেন, শহীদ শেখ, ওয়াহিদুল ইসলাম, তাজুল ইসলাম, জামান, আশরাফ, লিটন, ফরহাদ হোসেন, শরীফ হোসেন, আনোয়ার হোসেন, নূর হোসেন আব্দুল আজিজ, নজরুল ইসলাম, ইসহাক মিয়া, আক্তার হোসেন, আরিফ হোসেন, পারভেজ, সজলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতেদের আত্মার মাগফেরাত, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় । দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেপং বাংলা মসজিদের ইমাম মো. শাহাজাহান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights