মিডনাইট আর ডামি নির্বাচনে শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছে : হাসনাত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, মিডনাইট আর ডামি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা গণতন্ত্রকে টুটি চেপে হত্যা করেছে। এজন্য ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার না করে তাদের পুনর্বাসের সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

আজ সোমবার বিকালে চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক কমিটি আয়োজিত ‘চুয়াডাঙ্গা রাইজিং’ শিরোনামের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আয়োজিত সভায় তিনি আরো বলেন, ‘আমাদের ক্রিয়াশীল রাজনীতিবিদদের মধ্যে খুনি হাসিনার বিচার নিয়ে কোন কথা নেই। আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, সেটি নিয়ে তাদের মধ্যে আলাপ-আলোচনা হচ্ছে। আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায়, সেটি নিয়ে তাদের আলাপ-আলোচনা নেই। তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ব্যাবসা- বাণিজ্য দখল করতে চায়। আওয়ামী লীগের রাজনৈতিক কাঠামোকে তারা দখল করতে চায়।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের আপা চুয়াডাঙ্গা সীমান্তের ওপারেই আছেন। সেখান থেকে তিনি মাঝে মাঝে আমাদের ভয় দেখান। উনি নাকি টুক করে দেশে ঢুকে পড়বেন। চুয়াডাঙ্গার বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আপনাদের ওপর দিয়েই তাকে ঢাকায় যেতে হবে। আপনারাই ফ্যাসিস্ট হাসিনাকে প্রতিহত করবেন।’

দেশের শীর্ষ রাজনীতিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার বাদ দিয়ে যারা আওয়ামী লীগের পুনর্বানের চিন্তা করছেন। তারা তরুন প্রজন্মের মতে দালালী করছেন। শেখ হাসিনা তরুন প্রজন্মকে কিনতে পারেনি। আপনারা আমাদের পার্লামেন্টের লোভ দেখিয়ে কিনতে পারবেন না।’

হাসনাত বলেন, এখানে যারা আছেন, বিগত তিনটা নির্বাচনে তারা ভোট দিতে পারেননি। দেশের কেউ কেউ ভোট দিয়েছে। যারা ভোট দিয়েছে, তারা এক একজন ৩০-৪০টা করে ভোট দিয়েছে। বাকীরা একটাও ভোট দিতে পারেনি। মিড নাইট ইলেকশন করার জন্য খুনি হাসিনার নাম ইতিহাসে লেখা থাকবে।

সভায় আরো বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য নুসরাত তাবাচ্ছুম, চুয়াডাঙ্গার জেলা আহ্বায়ক আসলাম অর্ক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights