মুকসুদপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কুমার নদে মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহারা গ্রামে আসমত স্পোর্টিং ক্লাব শনিবার(৫ অক্টোবর) বিকেলে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে।

এ নৌকা বাইচে গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার প্রত্যন্ত গ্রামের ১৫টি সরেঙ্গা, ছিপ, কোষা, চিলাকাটা, জয়নগর বাচারী নৌকা অংশ নেয়।

কুমার নদের বাহার গ্রাম থেকে শিবগঞ্জী পর্যন্ত ২ কিলোমিটার এলাকা জুড়ে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখানে বাড়তি আকর্ষণ ছিল নৌকা ও ট্রলারে অনন্দ উপভোগ। হাজার হাজার মানুষের উপস্থিতিতে উৎসবের আমেজে এ নৌকা বাইচ শুরু হয়। বিভিন্ন বয়সের মানুষ নদীর দু’পাড়ে দাঁড়িয়ে নৌকা বাইচ প্রত্যক্ষ করেন। বিকেল থেকে নানা বর্ণে ও বিচিত্র সাজে সজ্জিত দৃষ্টি নন্দন এসব নৌকা তুমুল বাইচ শুরু করে। সন্ধ্যা পর্যন্ত চলে নৌকা বাইচ।
নৌকা বাইচকে কেন্দ্র করে রথখোলা এলাকায় বসে গ্রামীণ লোকজ মেলা। মেলায় শতাধিক স্টল বসেছিল। সেখানে মুড়ি, মুরকি, মিষ্টি, কসেমেটিকস, কুটির শিল্পে উৎপাদিত পণ্য খেলনা সহ নিত্যপ্রয়োজনীয় তৈজসপত্র বিক্রি হয়েছে।

নৌকা বাইচ প্রতিযোগিতায় মুকসুদপুর উপজেলার বাগাদিয়া গ্রামের দিলীপের নৌকা ১ম, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রামেরচর গ্রামের রেজাউলের নৌকা ২য় ও ভাঙ্গা উপজেলার মানিকদি গ্রামের সামাদের নৌকা ৩য় স্থান অধিকার করে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আসমত স্পোর্টিং ক্লাবের সভাপতি ও বাটিকামারী ইউপি’র চেয়ারম্যান এবাদত হোসেন এবাত মাতুব্বরসহ গণমান্য ব্যক্তিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights