মুশফিকের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ইব্রাহিম, আরও চাপে আফগানরা

অনলাইন ডেস্ক

এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে টাইগারদের বোলিংয়ে চাপে আফগানিস্তান।

৩৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল আফগানিস্তান। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ইব্রাহীম জাদরান ও রহমত শাহর ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল তারা।

উইকেটে থিতু হয়ে বসা এই জুটি ভেঙে স্বস্তি ফেরান টাইগার পেসার তাসকিন আহমেদ। তবে জুটি ভেঙে গেলেও অন্যপ্রান্ত সামলে ফিফটি তুলে নেন ইব্রাহিম জারদান। তার ব্যাটিংয়ে আফগান শিবিরে কিছুটা স্বস্তি বিরাজ করলেও শেষ পর্যন্ত মুশফিকের দুর্দান্ত ক্যাচে সাজঘরে পথ ধরেন ইব্রাহিম।
হাসান মাহমুদের সিম-আপ ডেলিভারিতে ব্যাট চালিয়েছিলেন ইব্রাহিম, হন এজড। তবে স্লিপে ছিলেন না কেউ। মুশফিক সেটিই কাভার করলেন, ডানদিকে ঝাঁপিয়ে নিলেন দুর্দান্ত এক ক্যাচ। দারুণ ব্যাটিং করছিলেন ইব্রাহিম, তার উইকেটটি তাই ছিল অনেক গুরুত্বপূর্ণ। মুশফিকের অসাধারণ ক্যাচে সেটিই পেল বাংলাদেশ। ইব্রাহিম থেমেছেন ৭৪ বলে ৭৫ রান করে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৩২ ওভার ৩ উইকেটে ১৫৯ রান।

৩৩৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে টাইগার পেসার তাসকিন আহমেদের করা ইনিংসের প্রথম ওভারে মাত্র ১ রান তুলতে পারেন দুই আফগান ওপেনার। পরের ওভারেই আঘাত হানেন শরিফুল ইসলাম। ওভারের দ্বিতীয় বলেই গুরবাজের প্যাডে বল লাগলে আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার সাড়া না দিলে রিভিও নেননি টাইগার দলপতি সাকিব আল হাসান। কিন্তু রিপ্লেতে দেখা যায় রিভিও নিলে আউট হতেন গুরবাজ। তবে দুই বল পরে তাকে ফিরতে হয় লেগ বিফোর হয়েই।

শুরুর সেই ধাক্কা দারুণভাবে সামলে নেন ইব্রাহিম ও রহমত শাহ। দুজনে মিলে ৯৭ বলে ৭৮ রান যোগ করেন। তাদের জুটি যখন চোখ রাঙাচ্ছিল, ঠিক তখন আঘাত হানেন তাসকিন। ১৮তম ওভারে তাসকিন বোল্ড করে ফেরান রহমতকে, যার ব্যাট থেকে ৫৭ বলে ৩৩ রান এসেছে।

রবিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেটে ৩৩৪ রান তুলে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights