মেক্সিকোয় ২৪ ঘণ্টার মধ্যে দুই সাংবাদিককে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ২৪ ঘণ্টার মধ্যে দুই সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য কোলিমায় দুটি পৃথক স্থানে এই হত্যাকাণ্ড ঘটেছে।

দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কোলিমাতে বুধবার দুপুরে এক সাংবাদিক গুলিতে নিহত হন। সেখানকার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই তথ্য। নিহত সাংবাদিকের নাম প্যাত্রিসিয়া রামিরেজ। তিনি বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে সাংবাদিকদের সুরক্ষা সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।

মেক্সিকোতে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে আততায়ীর গুলিতে নিহত হওয়া দ্বিতীয় সাংবাদিক তিনি। এর আগে মঙ্গলবার গভীর রাতে একটি অনলাইন সংবাদপত্রের প্রধানকে গুলি করে হত্যা করা হয়। অনলাইন সংবাদপত্রের প্রধান মাউরিসিও ক্রুজকে হত্যা করা হয় পশ্চিমাঞ্চলের সহিংসতা কবলিত রাজ্য মিচোয়াকানের উরুয়াপান শহরে, জানিয়েছে রাজ্যটির শীর্ষ আইন কর্মকর্তার দফতর। এখানে ওই গুলিবর্ষণের ঘটনায় আরও একজন আহত হয়েছেন কিন্তু আইন কর্মকর্তারা দফতর তার নাম জানায়নি।
নিহত ক্রুজের সংবাদ মাধ্যম মিনুতোএকিসমিনুতো মিচোয়াকান তাদের ফেইসবুক পেইজে মৃত্যুর কয়েক মিনিট আগে ধারণ করা এই সাংবাদিকের একটি ভিডিও পোস্ট করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

সাংবাদিকদের জন্য অন্যতম প্রাণঘাতী দেশ হিসেবে মেক্সিকো প্রেস ফ্রিডম গ্রুপের তালিকায় স্থান পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights