মেসিদের আনতে চায় কাজী সালাউদ্দিনের বাফুফে
লিওনেল মেসিরা বাংলাদেশে এসেছিলেন আজ থেকে প্রায় একযুগ আগে। ২০১১ সালে আর্জেন্টিনা–নাইজেরিয়ার সেই ম্যাচ আয়োজনে ৪০ কোটি টাকা খরচ করেছিল দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাফুফে।
আবারও মেসিকে বাংলাদেশে আনার উদ্যোগ নিয়েছে বাফুফে। আর এ বিষয়ে আর্জেন্টিনাকে নাকি চিঠিও লিখেছে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন ফেডারেশন।
বাফুফে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে এরই মধ্যে চিঠি দিয়েছে। ৫ জানুয়ারি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়াকে পাঠানো চিঠিতে অভিনন্দন বার্তার পাশাপাশি সালাউদ্দিন লিখেছে ‘বাংলাদেশে আর্জেন্টিনার বিশাল সমর্থকগোষ্ঠী আছে। বিশ্বকাপের সময় আমরা সেটা দেখেছি। তাই আমরা ২০২৩ সালে সুবিধাজনক সময়ে মেসিসহ আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে বাংলাদেশে এনে একটি ফিফা প্রীতি ম্যাচ আয়োজন করতে চাই।’
প্রীতি ম্যাচের আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ নিয়েও কাজ করার কথা জানিয়েছে বাফুফে। ব্রাজিলের মতো কোনো দলকেই আনতে চাইছে বাফুফে। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে আর্জেন্টিনা দলের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না। তা ছাড়া আর্জেন্টিনা-নাইজেরিয়ার পর ঢাকায় ফুটবল খেলে গেছে অস্ট্রেলিয়ার মতো দলও।
তবে এ বিষয়ে আর্জেন্টিনার পক্ষ থেকে এখনও কোনো বার্তা পাওয়া যায়নি। তাই ব্যাপারটা এখনও ঝুলে আছে কেবল চিঠি প্রদানেই।