মোংলায় সন্ত্রাসী হামলায় আহত ৫
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় সন্ত্রাসী হামলায় পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফাতেমা বেগম ও তার স্বামীসহ পাঁচ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকালে মোংলা পৌরসভার জয়বাংলা সড়কে এই হামলার ঘটনা ঘটে।
মোংলা উপজেলা হাসপাতালে ভর্তি আহতরা হলেন, মোংলা পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফাতেমা বেগম ও তার স্বামী মো. সোহেল ও ফাতেমার ভাই মো. জসিম, বোনের স্বামী মো. ফারুক, খালা রহিমা বেগম। এতে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ।
মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধের জের ধরে সকালে মোংলা পৌরসভার জয়বাংলা সড়কে মহিলা দল নেত্রী ফাতেমা বেগমের বাড়ীতে প্রিন্স হাওলাদার নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা ও ভাংচুর চালায়। হামলায় মোংলা পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফাতেমা বেগম ও তার স্বামী মো. সোহেল ও ফাতেমার ভাই মো. জসিম, বোনের স্বামী মো. ফারুক, খালা রহিমা বেগম আহত হয়।
এই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রিন্স হাওলাদারসহ হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত ১০ সন্ত্রাসীকে আটক করে। আহতদের উদ্ধার করে মোংলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফের হামলার আশংকায় ওই বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।