যুক্তরাষ্ট্রের ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নীলচক্র’

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ‘গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল’ নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘নীলচক্র: ব্লু সার্কেল’। ফেস্টিভ্যালে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ’ বিভাগে নির্বাচিত হয়েছে ‘নীলচক্র’ সিনেমা। উৎসবের শেষ দিনে সিনেমাটি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন মিঠু।

সিনেমার নির্মাতা মিঠু খান জানান, আগামী ১৪ থেকে ২০ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের টিএলসি চায়নিজ থিয়েটারে বসবে গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যালের এবারের আসর। প্রতিক্রিয়া জানিয়ে নির্মাতা বলেন, “প্রথমবারের মত এই উৎসবে বাংলাদেশের সিনেমা নির্বাচিত হয়েছে। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য এটি একটি বড় জায়গা। এটা অনেকটা ট্যালেন্ট হান্টের মত। সেখানে আমার সিনেমাটি নির্বাচিত হয়েছে এটা আমাদের জন্য বড় প্রাপ্তি।”

থ্রিলার গল্পের ‘নীলচক্র’ নিয়ে মিঠু বলেন, “গল্পটা আমাদের খুবই পরিচিত। সবার পরিবারেই এমন একটা গল্প থাকে। পরিবারের একজনের আকস্মিক দুর্ঘটনা যে পুরো পরিবারের উপর পরে, সেই প্রভাবের গল্প। আছে প্রযুক্তির ফাঁদের গল্প।”

উৎসবে প্রদর্শনীর দিনে সিনেমার প্রযোজক, অভিনয়শিল্পীরা উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন মিঠু। এর আগে, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ‘আমেরিকান ফিল্ম মার্কেটে’ বিশ্ব প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। ‘নীলচক্র’ সিনেমায় জুটি বেঁধেছেন আরেফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন নাজিম উদ দৌলা।

আরেফিন শুভ প্রধান চরিত্রে অভিনয় করলেও সিনেমায় আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী বালাম। অভিনয়ের পাশাপাশি ‘নীলচক্র’ সিনেমায় একটি গানও গেয়েছেন তিনি। সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, পারভীন পারু, আয়মান শিমলা, ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights