যুক্তরাষ্ট্রের সাংবাদিককে কী পুতিনের নির্দেশে গ্রেফতার করা হয়েছে?

অনলাইন ডেস্কx

গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচকে গ্রেফতার করেছে রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন অফিশিয়ালি বলেছেন, ‘সাংবাদিক ইভানকে অন্যায়ভাবে আটক করা হয়েছে।’

আন্তর্জাতিক গণমাধ্যমের এক খবরে দাবি করা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি মার্কিন সাংবাদিককে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।

তবে ক্রেমলিন এই তথ্য অস্বীকার করেছে। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন,‘না, প্রেসিডেন্টের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়নি। রাশিয়ার বিশেষ বাহিনী এই কাজ করেছে।’ সাংবাদিকদেরকে পুতিনের এই ঘনিষ্ঠ সহযোগী বলেন, ‘আমি পুনরায় আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে, সাংবাদিক ইভান গার্শকোভিচকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।’
গত সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জানায়, সাংবাদিক ইভান গার্শকোভিচকে অন্যায্যভাবে গ্রেফতার করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর ইভান গার্শকোভিচ প্রথম কোনো মার্কিন সাংবাদিক, রাশিয়া যাকে গ্রেফতার করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সোমবার এক বিবৃতিতে বলেছে, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়। রাশিয়ায় স্বাধীন মত প্রকাশের ওপর ক্রেমলিনের চলমান নিপীড়নকে আমরা নিন্দা জানাই।’

সাংবাদিক গার্শকোভিচ ও তার পরিবারকে যুক্তরাষ্ট্র উপযুক্ত সকল সমর্থন দিবে উল্লেখ করে বিবৃতিতে রাশিয়ার প্রতি অবিলম্বে সাংবাদিক ইভান গার্শকোভিচকে মুক্তি প্রদানের আহ্বান জানানো হয়। সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you like about this page?

0 / 400

Verified by MonsterInsights