যুক্তরাষ্ট্রে সাহায্য চাইতে গিয়ে পুলিশের হাতেই তরুণী খুন

অনলাইন ডেস্ক

ঘটনাটি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের। সেখানে পারিবারিক সমস্যা সমাধানে থানায় ফোন করে নিজেই পুলিশ সদস্যের হাতে খুন হলেন এক মার্কিন কৃষ্ণাঙ্গ নারী। জানা গেছে, গত ৪ ডিসেম্বর ২৭ বছর বয়সী নিয়ানি ফিনলেসন নামের ওই কৃষ্ণাঙ্গ নারী পারিবারিক সমস্যা সমাধানে ৯১১ এ ফোন দিলে পুলিশ তার বাড়িতে পৌঁছানোর পর পুলিশের গুলিতেই ওই নারী প্রাণ হারান। খবর দ্য গার্ডিয়ানের।

পুলিশ জানায়, অভিযোগ পেয়ে তার বাড়িতে পৌঁছানোর পর ভেতর থেকে কেউ সাড়া না দেওয়ায় পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ভেতরে পুলিশ দেখতে পান ওই নারী বড় একটি ছুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তার নয় বছর বয়সী মেয়েকে তার সাবেক প্রেমিক মেরেছে। এজন্য তিনি এখন তার প্রেমিককে হত্যা করবেন। এই বলে তিনি প্রেমিকের দিকে ছুরি নিয়ে দৌড়ে গেলে পুলিশ তাকে গুলি করে। পরে ওই নারীকে হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ওই নারীর মেয়ে জানিয়েছে, পুলিশ মিথ্যা তথ্য দিচ্ছে। তার মা কখনোই ছুরি হাতে কাউকে মারতে যায়নি। বরং পুলিশই বিনা দোষে তাকে গুলি করে হত্যা করেছে। মেয়েটি আরও বলে, ‘আমার দুই বছর বয়সী বোন, মা কোথায় আছে জিজ্ঞাসা করছে। কিন্তু আমি তাকে এখন কি উত্তর দিব’। জানা যায়, ওই একই পুলিশ সদস্য শেলটন ২০২০ সালেও পারিবারিক সমস্যা নিয়ে এক ব্যক্তিকে সাহায্যে গিয়ে তাকে হত্যা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights