রহস্যঘেরা ট্রেলারে প্রশংসায় ভাসছেন বাঁধন (ভিডিও)
অনলাhttps://www.facebook.com/Shakib.Al.Hasan/posts/832807058198555?ref=embed_postইন ডেস্ক
‘খুফিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন বাংলাদেশের গুণী অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিশাল ভরদ্বাজ নির্মিত এ সিনেমা আগামী ৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে।
সোমবার দুপুরে মুক্তি পেয়েছে ‘খুফিয়া’ সিনেমার ট্রেইলার। ২ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারের ভাঁজে ভাঁজে রহস্য, অ্যাকশন এবং রোমান্স। পুরো ট্রেইলার জুড়ে টাবুর উপস্থিতি নজর কেড়েছে। মাঝামাঝি সময়ে পর্দায় বাঁধনের আগমন, শেষভাগে তার ঝলক কৌতূহল তৈরি করেছে দর্শক মনে।
ট্রেইলার দেখে নেটিজেনরা বাঁধনের প্রশংসা করছেন। বাঁধন তার চরিত্র প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, গুপ্তচরবৃত্তি নিয়ে অমর ভূষণের বিখ্যাত উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়্যার’। এই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে বাংলাদেশি একজন মেয়ের চরিত্রে আমি অভিনয় করেছি।
সিনেমাটিতে টাবুর সঙ্গে বাঁধনের বেশি দৃশ্য রয়েছে। তার অন্তরিকতায় মুগ্ধ বাঁধন। এছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আশিষ বিদ্যার্থী, আলি ফজল, ওয়ামিকা গাব্বি প্রমুখ।