রাঙামাটিতে তারুণ্যের উৎসব উদযাপিত
রাঙামাটি প্রতিনিধি
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় উৎসবটি উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জিমনেসিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন বয়সের ছেলে-মেয়ে ও তরুণ-তরুণীরা ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
এ আগে তারুণ্যের উৎসব উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ। এ সময় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন ও রাঙামাটি জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে পাহাড়ের তরুণ-তরুণীরা তাদের জীবন ধারায় পরিবর্তন আনবে। বর্তমান সরকার চায় তরুণরা এগিয়ে আসুক উন্নয়নে, দেশ গড়তে। তাই তরুণ-তরুণীদের কাজে উৎসাহ দিতে এ তারুণ্যের উৎসবের আয়োজন করা হয়েছে।