রাজধানীতে গণতন্ত্র মঞ্চের গণমিছিল
বর্তমান সরকারের পদত্যাগ ও রাষ্ট্র মেরামতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণমিছিল করেছে সাতটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট গণতন্ত্র মঞ্চ।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গণমিছিল শুরু করেন জোটের নেতাকর্মীরা।
গণমিছিল থেকে রাষ্ট্র সংস্কার ও সরকার পতনের স্লোগান দেওয়া হয়। পরে গণমিছিলটি পুরানা পল্টন, বিজয়নগর, নয়া পল্টনস্থ নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় গণমিছিলে জোটের মধ্যে থাকা সাতটি দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।