রাজধানীতে মাথায় আঘাত করে শিক্ষার্থীকে হত্যার অভিযোগ

ডিএমসি প্রতিনিধি

রাজধানীর বাড্ডায় মাথায় আঘাত করে এক স্কুলশিক্ষার্থী নিহতের অভিযোগ উঠেছে। নিহতের নাম সালমান খান ফেরদৌস (১৭)। সে বাড্ডায় ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। ‌নিহত সালমান ঢাকা নবাবগঞ্জ উপজেলার বলমন্তর চর গ্রামের ফল বিক্রেতা শাহআলমের ছেলে।

নিহতের বড় ভাই মেহেদী হাসান বলেন, বিকেলে বাসার অদূরে ময়নার বাগ এলাকায় বাসা থেকে ঘুরতে বের হয়েছিল সালমান খান। তখন পথিমধ্যে তাকে কেউ মাথার পেছন থেকে সজোরে আঘাত করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক বিকাল ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights