রাজবাড়ীতে ছাগল বিতরণ
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন ‘রাজবাড়ী হেল্পলাইন’ এর উদ্যোগে সমাজে পিছিয়ে পড়া ৬টি পরিবারের মাঝে বিনামূল্যে ১২টি ছাগল বিতরণ করা হয়েছে। এ সময় আরও একটি পরিবারকে ব্যবসা করার জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলার শহীদ খুশি রেলওয়ে মাঠে এই বিতরণ অনুষ্ঠিত হয়।
ছাগল বিতরণ অনুষ্ঠানে রাজবাড়ী সংগঠনের সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন, সাধারণ সম্পাদক আফরোজা বানু, কার্যকরি সদস্য মোহাম্মদ সোহেল মিয়া, ডা. নিষাদ আলমগীর, সোলায়মান হিমেল, ইউনুসসহ অনান্যরা উপস্থিত ছিলেন।