রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আহলাদীপুর এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অজ্ঞাত এক বাসযাত্রী (৪৬) নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন।
আজ শুক্রবার সকাল ৭টায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মুমূর্ষ অবস্থায় দুইজনকে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য চারজনকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের টিটিসি ভবনের সামনে যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার পুলিশ জানায়, বাস-ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। দুর্ঘটনার সংবাদ জানার পর পুলিশ ঘটনাস্থলে যাচ্ছেন।