রাবিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বঙ্গবন্ধু হলে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন চত্বর থেকে শোভাযাত্রা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির পিতার প্রতিকৃতিস্থলে যান বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে, দিবসটির প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ। তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে মুজিব নগর সরকারের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এই সরকারের নেতৃত্বে দেশে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। ফলে স্বাধীন সার্বভৌম একটি দেশ গঠনের পথ সৃষ্টি হয়েছে। তাই এই প্রেরণায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলা গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এসময় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights