রাবিপ্রবিতে ভিসি নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে ‘রাবিপ্রবি ভিসি নিয়ে তালবাহানা মানি না, মানবনা’ এ
স্লোগান সামনে রেখে রাঙামাটি শহরের প্রধান সড়ক বনরূপায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসময় বিভিন্ন ব্যানার ফেস্টুন ও বিশ্ববিদ্যালয়ের বাস দিয়ে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। তাদের ঘণ্টাব্যাপী অবরোধের কারণে আটকা পড়ে বাস, ট্টাক ও সিএনজি (অটোরিক্সা)। দীর্ঘ যানজট সৃষ্টি হয় শহর জুড়ে।
পরে শিক্ষার্থীদের শান্ত করতে ছুটে আসেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন ও সিনিয়র জেলা ম্যাজিস্ট্রেট মো.আশরাফুল হক ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দ্বীপু।
পরে তারা শিক্ষার্থীদের দ্রুততম সময়ের মাঝে রাবিপ্রবিতে ভিসি নিয়োগের আশ্বাস দিয়ে বিক্ষোভ প্রত্যাহার করে নিতে বলেন। এসময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ দিন ভিসি নেই রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। যার কারণে স্থবির হয়ে আছে শিক্ষা কার্যক্রম।
তারা আরও বলেন, পুরনো ভিসি প্রত্যাহারের পর নতুন ভিসি নিয়োগ করার কথা থাকলেও, নানা তালবাহানায় নতুন নিয়োগ দেওয়া হচ্ছেনা। দ্রুততম সময়ের মধ্যে নতুন রাবিপ্রবিতে ভিসি নিয়োগ দেওয়া না হলে শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন।