রোহিঙ্গা ক্যাম্পে আগুনে দুই শতাধিক ঘর পুড়ে ছাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের দুই শতাধিক ঘর পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

আজ শনিবার দুপুর ১টায় ওই ক্যাম্পে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চেষ্টায় ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কামাল হোসেন। তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে বসতঘর ও দোকানপাট পুড়ে গেছে।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, দুই শতাধিক ঘর ও এনজিও সংস্থার কেন্দ্র পুড়ে গেছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।

৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর জানান, আগুনে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে সেটি বের করার চেষ্টা চলছে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত ঘটনা সেটাও তদন্ত করা হবে।

রোহিঙ্গাদের সূত্রে জানা গেছে, তানজিমারখোলা এলাকার এই ক্যাম্পটিতে বড় একটি বাজার রয়েছে। যেখান থেকে ১৩, ১৪ ও ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পের প্রায় লক্ষাধিক রোহিঙ্গা নিজেদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে থাকে।

গত ২৪ মে বেলা সাড়ে ১১টায় এই বাজারের পাশেই বি/৩ ব্লকে সূত্রপাত হওয়া আগুনে পুড়ে যায় ২৩০টি ঘর। আজ আবারও পার্শ্ববর্তী আরেকটি ব্লকে আগুনে পুড়ল দুই শতাধিক ঘর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights