শত্রু রাষ্ট্রের সীমানা দূরে ঠেলে দিতে বললেন দিমিত্রি মেদভেদেভ
অনলাইন ডেস্ক
যত দ্রুত সম্ভব রাশিয়ার সীমানা পেছনে সরিয়ে নেওয়া উচিত। মস্কোর ইউক্রেন অভিযানের এক বছর পূর্তি উপলক্ষ্যে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এই মন্তব্য করেছেন।
শুক্রবার এক টেলিগ্রাম বার্তায় মেদভেদেভ বলেন, বিশেষ সামরিক অভিযানের সকল লক্ষ্য অর্জন করা গুরুত্বপূর্ণ। এ সময় রাশিয়ার ওপর হুমকি দূর করতে শত্রু রাষ্ট্রের সীমানা দূরে ঠেলে দেওয়ার কথা বলেন তিনি। সেটা পোল্যান্ড সীমানা হলেও সরাতে বলেন মেদভেদেভ।
রাশিয়ার প্রতিবেশী দেশ পোল্যান্ড। ইউক্রেনের সাথেও পোল্যান্ডের সীমানা রয়েছে এবং রাশিয়ার মিত্র বেলারুশের সাথেও দীর্ঘ সীমানা রয়েছে। পোল্যান্ড ন্যাটোর সদস্য। এ কারণে দিমিত্রি মেদভেদেভ পোল্যান্ডকে দূরে ঠেলে দিয়ে নিজ দেশের সীমানা পেছনে সরাতে চান।
মেদভেদেভ আরও বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া বিজয়ী হবে। যত দ্রুত সম্ভব তার দেশ এটা অর্জন করবে মন্তব্য করে তিনি বলেন, আমরা আমাদের অঞ্চল ফিরে পাব এবং দেশের জনগণকে নির্ভরযোগ্যভাবে রক্ষা করতে পারব। সূত্র: সিএনএন