শরীয়তপুরে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর-চাঁদপুর ও শরীয়তপুর-ঢাকা মহাসড়কের অধিগ্রহণকৃত ভূমি, স্থাপনা ও গাছপালার বিল নিয়ে হয়রানি করায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুদুল আলমকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার।
আজ সকাল ১১টায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ভুক্তভোগীরা জানায়, দীর্ঘদিন হয়ে গেলেও আমরা আমাদের ন্যায্য পাওনা পাচ্ছিনা। আমরা অনেকেই অন্যত্র জমি ক্রয় করার জন্য টাকা বায়না দিয়েছি। সময়মত এই টাকা না পাওয়ায় এখন আমাদের বায়নার টাকাও হারাবো। এছাড়া আমাদের মধ্যে কেউ মারা গেলেও নিজেদের জমিতে মাটি দিতে পারতেছেনা। এখন আমাদের দাবি দ্রুত ভূমি অধিগ্রহণের টাকাটা যেন আমরা পাই এবং বিল নিয়ে হয়রানি করায় মোঃ মাসুদুল আলমের প্রত্যাহার চাই।
অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ মাসুদুল আলম বলেন, আমাদের ভূমি অধিগ্রহণ শাখা এবং অধিগ্রহণ কার্যক্রমে কোন ধরনের অহেতুক বিলম্ব আমরা রাখিনা। আমরা চেষ্টা করছি ক্ষতিগ্রস্ত ব্যাক্তিরা যেন তাদের ক্ষতিপূরনের অর্থ দ্রুত পেতে পারে।